চট্টগ্রাম পলিটেকনিকে সিট বরাদ্দ নিয়ে ছাত্রদল-শিবির মারামারি

চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে আবাসিক হলের সিট বরাদ্দের আধিপত্য বিস্তারের জেরে শিক্ষার্থীদের দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো শিক্ষার্থীরা শিবির এবং ছাত্রদরের বলে জানা গেছে। এতে কয়েকজন শিক্ষার্থী সামান্য আহত হয়েছেন।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানের সবধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খুলশী থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান জানান, বিকেল চারটার দিকে হলের সিট বরাদ্দকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্তলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রদলের অভিযোগ সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যহীনভাবে সিট বরাদ্দের দাবি জানালে ছাত্রশিবিরের কর্মীরা তাদের ওপর হামলা চালায়।

তবে ছাত্রদলের অভিযোগ অস্বীকার করে ছাত্রশিবির নেতাকর্মীরা জানান, বর্তমানে পলিটেকনিক্যালে ছাত্রশিবিরের আধিপত্য নেই। সেখানে মূলত হলের সিট বরাদ্দ করতে গেলে ছাত্রদল ও টোকাইরা এসে বাধা দেয়। এক পর্যায়ে তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলেও অভিযোগ তাদের।