চট্টগ্রাম-১৫ : আওয়ামিলীগের মনোনয়ন ফরম নিলেন যারা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/11/20231121_175313-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া লোহাগাড়া) আসন থেকে আওয়ামিলীগের মনোনয়ন ফরম নিয়েছেন দলের ডজনখানেক মনোনয়ন প্রত্যাশীরা।
দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২১ নভেম্বর) আওয়ামিলীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির শেষদিন।সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী সংসদীয় আসন চট্টগ্রাম -১৫ (সাতকানিয়া লোহাগাড়া) থেকে আওয়ামিলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন – বর্তমান সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী,আওয়ামিলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঈনুদ্দিন হাসান চৌধুরী,সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি,চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান,দক্ষিণ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য
ডা. আ ম ম মিনহাজ।এছাড়াও সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী এ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাজেদা সুরাত,কামরুন নাহার,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মঈনুল ইসলাম মামুন,জসীম উদ্দিন চৌধুরী,আমান উল্লাহ জাহাঙ্গীর,এরশাদুল হক,সৈয়দ নাছির উদ্দীন,মো. অহীদ সিরাজ,দেলোয়ার হোসেন।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া লোহাগাড়া) সংসদীয় আসনে ডজনখানেক মনোনয়ন প্রত্যাশী থাকলেও আলোচনা সমালোচনায় থাকা হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন – প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী,আমিনুল ইসলাম আমিন,এম এ মোতালেব সিআইপি,মঈনুদ্দিন হাসান চৌধুরী,আ ম ম মিনহাজুর রহমান প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন