চমক আসছে মন্ত্রিসভায়
টানা চার মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভা হচ্ছে আগামীকাল। দ্বাদশ সংসদে নির্বাচিত সদস্যরা আজ সকাল ১০টায় শপথ নেবেন। আগামীকাল সন্ধ্যা ৭টায় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
তাঁদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এবারের মন্ত্রিসভায় কে কে আসছেন, পুরনোরা বাদ পড়ছেন কারা-এমন কৌতূহল রাজনীতিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষের। যাঁরা এবার এমপি নির্বাচিত হয়েছেন তাঁরাও প্রধানমন্ত্রী-ঘনিষ্ঠদের কাছে খোঁজ নিচ্ছেন তাঁদের নাম থাকছে কি না।
কেউ কেউ গণমাধ্যমকর্মীদের কাছেও বিষয়টি জানতে চাইছেন। তবে ২০০৯ সাল থেকে মন্ত্রিসভা গঠনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা চমক দেখিয়ে আসছেন। তাই আশা করা হচ্ছে, এবারও চমক থাকবে। নবীন-প্রবীণের সমন্বয়ে হবে নতুন মন্ত্রিসভা। সংবিধান নিশ্চিত করেছে মন্ত্রিসভা গঠন পুরোপুরি প্রধানমন্ত্রীর এখতিয়ার।
নতুন মন্ত্রিসভার শপথের দিন বৃহস্পতিবার, এটা গতকাল মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন। সন্ধ্যায় বঙ্গভবনে হবে শপথ গ্রহণ। অনুষ্ঠানের সবরকম প্রস্তুতি চলমান। তবে মন্ত্রিসভায় সদস্য হিসেবে কারা থাকবেন সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে এখনো কোনো নির্দেশনা পাননি তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন