চলচ্চিত্র শিল্পী সমিতি: হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল নিপুণের
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিতের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন অভিনেত্রী নিপুণ আক্তার।
গত জানুয়ারিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রাথমিকভাবে বিজয়ী হয়েছিলেন জায়েদ খান। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আপিল বোর্ড কর্তৃক প্রার্থিতা বাতিল হওয়ার পর বিজয়ী প্রার্থী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নিপুণ আক্তার।
রবিবার তাকে শপথ পড়ান নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন।
আপিল বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার হাইকোর্টে আবেদন করেন জায়েদ। হাইকোর্ট জায়েদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত সাময়িক স্থগিত করে।
হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে মঙ্গলবার আপিল বিভাগে আবেদন করেছেন নিপুণ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন