চলন্ত সিএনজি থেকে অচেতন মেয়েটিকে ফেলে দিল কারা?

রাজধানীর বিমানবন্দর এলাকায় চলন্ত সিএনজি থেকে এক মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে কে বা কারা কেনইবা তাকে ফেলে গিয়েছে এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
সোমবার রাত পৌনে ১০টায় এ ঘটনা ঘটে। সিএনজি থেকে পড়ে মেয়েটি অচেতন অবস্থায় সড়কে পড়েছিল। তার নাম তানিয়া (২০)। বর্তমানে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরনে ছিল কালো ফতুয়া, জিন্স ও কেডস।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আযম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একজন সদস্য ঘটনাটি দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তরুণীকে হাসপাতালে পাঠায়।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শ্রীদাম চন্দ্র রায় বলেন, মেয়েটি তার নাম তানিয়া বলেছে। তাকে হাসপাতালে নেয়ার পর সে শুধু নিজের নাম আর মোবাইল নম্বর বলতে পেরেছে। তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















