চলে গেলেন হকির টাইগার সোনা মিয়া
বাংলাদেশ হকির ‘টাইগার খ্যাত’ আব্দুর রাজ্জাক সোনা মিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ সকালে হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বর্তমান জাতীয় হকি দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমির বাবা তিনি।
সোনা মিয়া বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও কোচ ছিলেন। এ ছাড়া হকি ফেডারেশনের সদস্য ছিলেন এই তারকা। আজ (রোববার) দুপুর দুইটায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এদিকে তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন