চাঁদপুরের কচুয়ায় অগ্নিকাণ্ডে প্রবাসীর বসতঘর পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

চাঁদপুরের কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কুয়েত প্রবাসীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের আকানিয়া-নাছিপুর এলাকার পশ্চিমপাড়া বাগানবাড়ির আব্দুর রহিমের বসতঘরে এ ঘটনা ঘটে।

আব্দুর রহিম ঐ এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি বর্তমানে কুয়েত রয়েছেন। প্রবাসী আব্দুর রহিমের স্ত্রী সীমা আক্তার জানায়, সন্ধ্যায় তারা ঘরে তালা লাগিয়ে সবাই পাশে বাবার বাড়ি একটি মাহফিলে যায়। রাত ১১টার সময় ঘরে আগুন লাগার খবর পেয়ে বাড়িতে ছুটে এসে দেখে সব পুড়ে ছাই হয়ে গেছে।

এতে ঘরসহ ঘরের সমস্ত মালামাল পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন।
স্থানীয় সুত্রে জানা গেছে মধ্য রাতে হঠাত করেই ঐ বাড়ির উপড় দিয়ে ধোয়া দেখা যায়। পরে এলাকাবাসী নিজেরাই আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে ফায়ার সার্ভিস খবর দিলে তারা ঘটনাস্থলে আসার আগে এলাকাবাসীর সহযোগিতায় ১ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

তবে এলাকার কেউ কেউ বলছে এ আগুন কোন দুর্বৃত্তরা দিতে পারে বলে তাদের ধারনা। কারন এর আগেও একবার আগুন লেগে ছিল এই বাড়ির একটি কক্ষে। তখন এলাকাবাসী ও বাড়ির দায়ীত্বে থাকা মালিকের আত্বীয় স্বজন মিলে আগুন নেভাতে সক্ষম হয়। আবার সেই একই ভাবে শুক্রবার রাতে আরেকটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।