চাঁদপুরের মতলবে বীরমুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
চাঁদপুরের মতলব পৌর শহরের কলাদী এলাকার বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুন কবির ঢালী (৭০) কে আজ ৪ জানুয়ারি বৃহস্পতিবার বাদ আছর রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন করা হয়েছে।
গত ৩ জানুয়ারি রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে…………. রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদ আছর উত্তর নাগদা মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
পরে মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সহকারী কমিশনার (ভ‚মি) লিটন কুমার দে, মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) সালেহ আহম্মদ, মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বশির উল্লাহ সরকার, সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, বীরমুক্তিযোদ্ধা বিভ‚তি ভ‚ষন সরকার, বীরমুক্তিযোদ্ধা সলিম উল্লাহ, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় ধর্মপ্রান মুসুল্লীবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন