চাঁদপুরের হাজীগঞ্জে অনিক-দীপ্তি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সেলাই প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন

চাঁদপুর জেলার হাজীগঞ্জে গতকাল ১ লা জুলাই মঙ্গলবার বিকেলে ৫ নং ওয়ার্ড মকিমাবাদ হাজীগঞ্জ পৌর মহাশ্মশান সংলগ্ন পার্থ সারথি অনিক মেমোরিয়াল ট্রাস্ট ভবনের উক্ত অনিক -দীপ্তি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সেলাই প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্থ সারথি মেমোরিয়াল ট্রাস্ট এর চেয়ারম্যান শ্রী অমূল্য কুমার দেবনাথ, এসময় তিনি আলোচনা সভা বক্তব্য রাখেন। অমূল্য কুমার দেবনাথ এসময় তিনি বলেন কারিগরি দক্ষতার মাধ্যমে নারীদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য আমাদেরই কার্যক্রম শুরু করেছি।

আপনারা প্রশিক্ষণ শেষে নিজ নিজ ভাবে একটি জনশক্তি হিসেবে নিজেকে আত্মনিয়োগ করার সুযোগ পাবেন। সমাজের একজন প্রতিষ্ঠিত নারী হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন। তাই প্রশিক্ষণটি সঠিকভাবে গ্রহণ করে আপনারা নিজের পরিবার ও আমাদের চারপাশের সমাজ কে পরিবর্তন করবেন এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরো বলেন নারীরা এখন আর পিছিয়ে নেই।

আমাদের এই বর্তমান সময়ে নারীরাও পুরুষের থেকেও কম নয়। সঠিক গাইডলাইন ও প্রশিক্ষণ পেলে যে কোন নারী তার জীবন সমাজ ও পারিপার্শ্বিক পরিবর্তন করতে পারে তা আমরা বিশ্বাস করি।

উক্ত অনুষ্ঠানে পরিচালনা করেন অনিক দীপ্তি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এর পরিচালক নিহা রঞ্জন হালদার মিলন, ম্যানেজিং কমিটির সদস্য মনিকা দেবনাথ, আরো উপস্থিত ছিলেন উক্ত পার্থ সারথি মেমোরিয়াল ট্রাস্ট এর সদস্য প্রতিমা মজুমদার, ভারতী দেবনাথ, জয়ন্তী দেবনাথ, লক্ষণ চন্দ্র দাস ,আরাধ্য দেবনাথ।

আরো উপস্থিত ছিলেন বলরাম দেবনাথ এবং প্রশিক্ষণার্থে শিক্ষার্থীসহ অনেকই। প্রশিক্ষণ টি আগামী ৬ মাসে মেয়াদি চলবে। এতে দুইটি পবে প্রায় অর্ধশতাধিক নারীরা প্রশিক্ষণ নিয়ে থাকবেন।