চাঁদপুরের হাজীগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে জশনে জুলুছ অনুষ্ঠিত

চাঁদপুরের হাজীগঞ্জে ইমামে রাব্বানী দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষ্যে জশনে জুলুছ (আনন্দ মিছিল) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টায় শতাধিক গাড়িবহরে এনায়েতপুর থেকে বাকিলা বাজার পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে জশনে জুলুছে নেতৃত্ব দেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান ও ইমামে রাব্বানী দরবার শরীফের গদ্দিনশীণ পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী।
বাকিলা, বলাখাল, হাজীগঞ্জ, আলীগঞ্জ ও এনায়েতপুর বাজার প্রদক্ষিণ শেষে হাজীগঞ্জ পশ্চিম বাজারে মিলাদ, আলোচনা ও মোনাজাত পরিবেশন করা হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী বলেন, যারা রাসূল (স.)-এর আগমনের আনন্দ মিছিলকে অস্বীকার করে, তারা মোনাফেক। তাদেরকে মুসলমান বলা যাবে না। তারা কোরআন-সুন্নাহর আদর্শ থেকে বিচ্যুত।
তিনি ত্রয়োদশ নির্বাচনে বৃহত্তর সুন্নী জোটের অংশীদারিত্বের বিষয়ে বলেন, সাংবিধানিক নিয়মেই নির্বাচন চায় জনগণ। জনগণের চাওয়ার বাহিরে গিয়ে নতুন কিছু চিন্তা করলে সেটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। এভাবে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হলে জাতীয় সংকট তৈরি হবে।
সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আলোচনায় বলেন, দেশের মানুষ শান্তিতে থাকতে চায়। মব সৃষ্টি করে লুটপাট ও হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, হানাহানি এখন আইয়্যামে জাহেলিয়াতকেও ছাড়িয়ে গেছে। এই জাহিলিয়াতের কর্মকাণ্ড থেকে দেশকে রক্ষা করতে আহলে সুন্নত ওয়াল জামা’আতের আকিদার ভিত্তিতে ও মহানবী দ. এঁর আদর্শের আলোকে কোরআন-সুন্নাহর রাষ্ট্র ব্যবস্থা সময়ের দাবি।
এ সময় উপস্থিত ছিলেন, আহলে সুন্নত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মোশারফ হোসেন হেলালী, কেন্দ্রীয় নেতা শাহজাদা সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, শাহজাদা অধ্যাপক মাওলানা মুহাম্মদ নাজমুল হক আখন্দ নক্সবন্দী, মাওলানা মোহাম্মদ আলী নক্সবন্দী, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাশেম শাহ্ মিয়াজী, প্রভাষক মাওলানা মো. আনিসুর রহমান মজুমদার প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, মুফতী মাওলানা মঈনুদ্দিন ভূঁইয়া আজমী, মো. জাকির হোসেন মিয়াজী, মো: মনজুর আলম পাটওয়ারী সহ হাজারো নবী (স.) প্রেমিক সুন্নী জনতা।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন