চাঁদপুরের হাজীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের মতবিনিমিয়

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর পূজা উদযাপন কমিটির আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিকের সভাপতিত্বে শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শ্রী শ্রী রাজালক্ষ্মী নারায়ন জিউর আখড়ায় অনুষ্ঠিত সভায় উপজেলার ২৯টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক’সহ কমিটির অন্যান্য সদস্য অংশগ্রহণ করেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত প্রানকৃষ্ণ সাহা মনার উপস্থাপনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রী শ্রী রাজালক্ষ্মী নরায়ণ জিউর আখড়া পরিচালনা কমিটির সদস্য ডা. মানিক লাল মজুমদার।

বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সঞ্জয় কর্মকার ও ফটিক কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সুখেন্দ্র নারায়ণ রায় চৌধুরী সুন্টি, মহিলা সম্পাদিকা শ্রমতি তুলসী পাল।

আরো বক্তব্য রাখেন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধাকান্ত দাস রাজু, সাধারণ সম্পাদক শ্যামল সাহা, সহ-সভাপতি ডা. নরেশ রায় ও প্রদীপ সাহা, সাংগঠনিক সম্পাদক অজয় সরকার, উপজেলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অভিজিৎ সাহা, তথ্য ও গ্রন্থ বিষয়ক সম্পাদক অধ্যাপক প্রদীপ কুমার দাস, দপ্তর সম্পাদক সুজন দাস।

এসময় বিভিন্ন পূজামণ্ডপ কমিটির পক্ষে বক্তব্য রাখেন, রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক নীহারঞ্জন হালদার মিলন, নবদুর্গা সংঘের সাধারণ সম্পাদক এডভোকেট সুমন দেবনাথ রাজু, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিধূভূষণ মজুমদার সুজন, ত্রিশূল সংঘের সভাপতি রবি রায় চৌধুরী, ত্রিনয়নী সংঘের সভাপতি গোপাল সাহা, জমিদার বাড়ির পূজামণ্ডপের সাধারণ সম্পাদক শম্ভু সাহা প্রমুখ।

মতবিনিময় শেষে উপস্থিতির মাঝে দুপুরের বিশেষ প্রসাদ বিতরণ করা হয়। এসময় উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ, শ্রী শ্রী রাজালক্ষ্মী নারায়ন জিউর আখড়া ও উপজেলার ২৯টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক’সহ কমিটির অন্যান্য সদস্য ও হিন্দু ধর্মালম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।