চাঁদপুরের হাজীগঞ্জে প্রবাসীর বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি, কুপিয়ে ২জনকে হত্যা

চাঁদপুরের হাজীগঞ্জে প্রবাসির বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের দল কুপিয়ে হত্যা করেছে দাদি ও নাতীকে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক নাতিনক রাতে কুমিল্লা মেডিকেল হাসপাতালে, সেখানে তার অবস্থা আরো অবনতি ঘটলে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

রবিবার (২৭ মে) দিবাগত রাতে উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন পশ্চিম রাধাসার বকাউল বাড়ীতে এ ঘটনা ঘটে।

ডাকাতের হামলায় নিহতরা হলো বকাউল বাড়ীর ইউসুফের ছেলে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরাফাত (১২), তার দাদী হামিদা (৭০)। এ ঘটনায় ইউসুফের মেয়ে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হালিমাকে (১৪) কুপিয়ে গুরুতর আহত করেছে ডাকাতের দল। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, প্রচণ্ড ঝড় বৃষ্টিতে ডাকাতির খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।