চাঁদপুরের হাজীগঞ্জে রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা
হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নে ইমন হোসেন (৩০) কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বাকিলা ইউনিয়নের জনতা বাজারে এই হামলার ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন বাকিলা লোধপাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে। সে পেশায় রং মিস্ত্রি ও অটোরিকশা চালক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, একটি অটোরিকশা আটকে রাখার অভিযোগে হামলাকারী রাজারগাঁও থেকে সিএনজিযোগে তারেক আজিজের নেতৃত্বে ২০/২৫ জনের একটি চক্র এসে ইমনকে কুপিয়ে জখম করে। ইমন বাঁচার জন্য ডোবায় ঝাঁপ দিয়েও প্রাণে রক্ষা পায়নি। পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এই ঘটনা আর কেউ আহত হয়নি।
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আগের একটি ঘটনায় হামলাকারীরা এসে তাকে কুপিয়ে জখম করে।
নিহত ইমনের মা কান্নাজড়িত কন্ঠ বলেন, বিকালে কীর্তণখোলা বাজারে মারামারিতে দুই পক্ষকে সরিয়ে দেয়। সন্ধ্যায় রাজারগাঁও থেকে একটি দল মহড়া দিতে আসলে ইমন ভয়ে দৌড়ে বাঁচার চেষ্টা করে। তার ছেলে হত্যার বিচার চান।
অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত হামলাকারীদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন