চাঁদপুরে বিএনপি নেতা আটককে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৮

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিমকে পুলিশ আটক করার পর উত্তেজিত নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় ছাত্রলীগের ৮ নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার দুপুর ১টার দিকে বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ও আওয়ামী লীগ প্রার্থী ডা. দীপু মনির বাসার মাঝামাঝি ৫০ গজের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রথমে বিএনপির কর্মী সমর্থকরা মিছিল নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ডা. দীপু মনির বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বিএনপির মিছিল থেকে ইটপাটকেল মারলে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় ছাত্রলীগের সাবেক সভাপতি মোতালেব, বর্তমান সভাপতি আতাউর পারভেজ বাবু, শহর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, রবিনসহ আরও কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রলীগ।

পরে দুপক্ষ দুই বাড়ির সামনে অবস্থান নেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ার পর পুলিশ, বিজিবি ও র‌্যাব এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি প্রার্থী মানিকের বাসার গেট ভাঙচুর করার চেষ্টা করে।

বর্তমানে ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নিয়েছে।

চাঁদপুর মডেল থানার পুলিশ জানায়, বেলা ১১টার দিকে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপির নির্বাচনী চিফ এজেন্ট ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সলিমউল্যাহ সেলিমকে পুলিশ আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, বিজিবি ও পুলিশের একটি বিশেষ টিম তাকে আটক করে। এ সময় মারবেল ও গুলাইলসহ একটি গাড়ি জব্দ করে।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন জানান, বিএনপির ওই নেতার নামে পূর্বে বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংঘর্ষের পর পুলিশ নিয়ন্ত্রণে আনে।