চাঁদপুরে সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ
চাঁদপুর সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে শাহতলী পাইকদী সড়কের পাশে খাল দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে।
স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা বড় ধরণের এই মার্কেট নির্মাণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে সেচের খাল দখল করে দীর্ঘদিন বালু ও ইটের ব্যবসা করে আসছেন কয়েকজন ব্যবসায়ী। সড়কের ওপর ব্যবসা পরিচালনা করায় পথচারী ও যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। একই সাথে নষ্ট হচ্ছে সরকারের মূল্যবান পাকা সড়ক।
সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, বিশাল আকৃতির বালু মহাল। ডাকাতিয়া নদীর পাড়ে গত কয়েকবছর গড়ে উঠেছে এসব ব্যবসা প্রতিষ্ঠান। গ্রামাঞ্চলে ইট, বালু, সিমেন্ট, পাথরের চাহিদা থাকায় খুব দ্রুত সময় এসব ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানের পরিধি বাড়তে থাকে। চাহিদার কারণে তারা সংঘবদ্ধ হয়ে নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান তৈরী করার জন্য সরকারি জায়গা দখল শুরু করেন। এখনো তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো টিন ও কাঠ দিয়ে সরকারি জায়গার ওপর নির্মিত। তবে পাকা করে মার্কেট নির্মাণ করতে গিয়ে স্থানীয়দের প্রতিবাদের মুখে পড়েন অবৈধ দখলকারীরা।
স্থানীয়রা জানান, চাঁদপুর-লাকসাম রেলপথের শাহতলী রেল স্টেশনের দক্ষিণের সড়কে শুরু থেকে এসব অবৈধ ব্যবসায়ীদের দখল। পাশে বসতবাড়ী থাকলেও তাদের কোন মাথা ব্যাথা নেই। ধুলা-বালি উড়ে গিয়ে এসব বাড়ী ঘড় এবং গাছের পাতার রং পরিবর্তন হয়েগেছে। এসব ব্যবসার জন্য পরিবেশ বিপন্ন হচ্ছে। ইট, বালু, পাথর বহন করে ট্রাক ও ট্রাক্টর উন্ম্ক্তু সড়ক দিয়ে চলাচল করছে। পরিবহনের ধুলা বালু শিক্ষার্থী ও পথচারীদের চোখে মুখে গিয়ে পড়ছে। প্রতিবাদ করেও কোন লাভ হয় না। কারণ তারা খুবই প্রভাবশালী।
ওই এলাকায় বর্তমানে প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন মো. মনির কারী, মো. শফিক কবিরাজ, সোহেল কারী। এদের মধ্যে মনির কারী ও সোহেল কারী নতুন করে বাণিজ্যিকভাবে মার্কেট নির্মাণ কাজ করছেন।
এই বিষয়ে মনির কারী বলেন, মার্কেট নির্মাণ কাজ চলমান অবস্থায় উপজেলা পরিষদ থেকে লোক এসে বাঁধা দিয়েছে। এখন নির্মাণ কাজ বন্ধ রেখেছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন