চাঁদপুরে ৫২ কেন্দ্রে এইচএসসি-সমমানের ১৭,৭৭৮ পরীক্ষার্থীর অংশগ্রহণ
সারাদেশের ন্যায় চাঁদপুরেও রবিবার (৬ নভেম্বর) একযোগে শুরু হয়েছে এইচএসসি,মাদ্রাসা বোর্ডের আলিম ও ব্যবসায় ব্যবস্থাপনা ও ভোকেশনাল পরীক্ষা।
সারাদেশের ন্যায় এক-অভিন্ন সময় ও নিয়ম নীতিতে সকাল ১০ টায় এ পরীক্ষা শুরু হয়।
এবার চাঁদপুরে ২০২২ শিক্ষাবর্ষের এইচমএসসি ও সমমানের পরীক্ষায় ৮ উপজেলায় ৫২টি কেন্দ্রে অংশ নিচ্ছে ১৭ হাজার ৭শ ৭৮ জন পরীক্ষার্থী।
চাঁদপুর জেলা প্রশাসনের শিক্ষা শাখার সূত্র মতে, জেলায় এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৭শ ৮৫ জন এবং কেন্দ্র ৩৪টি, মাদ্রাসা বোডের্র আলিম পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৯ শ’৩০ এবং কেন্দ্র ১১টি্ । ব্যবসা ব্যবস্থাপনা পরীক্ষার্থীর সংখ্যা ৯ শ’ ৮৪ জন ও কেন্দ্র ৬ টি এবং ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ৭৯ জন ও কেন্দ্র ১টি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন