চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ (রবিবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান এর সভাপতিত্ব জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি।
শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন ও নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করতে হবে।রোজাদের ভোগান্তি যাতে না হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে সেহেরী ও ইফতার এর সময় নিরবচ্ছিন্ন নিশ্চিত সরবরাহ করতে হবে।
তিনি বলেন,বাবুরহাট-মতলব সড়কে স্তার দু-পাশে বড় বড় গাছ কাটছে, কিভাবে কাটছে ,কোন অনিয়ম হচ্ছে কিনা খতিয়ে দেখার আহবান জানান। রাস্তা প্রস্থস্ত করতে যে টুকু গাছ কাটার দরকার সেই টুকু চিহ্নিত করে শুধুমাত্র সেই গাছগুলো কাটতে পারতো।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানবলেন, মাননীয় প্রধানমন্ত্রী জেলা প্রশাসন সম্মেলনে ২৫ দফা নির্দেশনা দিয়েছে। ২৫ দফার মধ্যে স্ব স্ব দপ্তরের ওয়েব সাইট নিয়মিত হালনাগাদ কথা বলা আছে। আমি ২৫দফা নির্দেশনা গ্রুপে দিয়েছি। আপনারা কাজ করছেন, কাজগুলো যেন গতি পায়। প্রতিমাসে আমাদের রির্পোট দিতে হবে। স্ব স্ব দপ্তরের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করতে হবে। আপনি বা আপনার দফতর কি ধরনের কাজ করছে, তা ওয়েবে আপলোড করে দিবেন। আপনার দফতরের পার্সওয়াড আপনারা নিরাপত্তা দিবেন। অফিসের ওয়েব সাইটের কাজটি আবশ্যিক ভাবে করবেন।
জেলা প্রশাসক বলেন, আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণ রয়েছেন। আপনারা সচেতন করার মাধ্যমে বাল্যবিবাহ রোধ করতে হবে। রাস্তায় স্পীড ব্রেকার অনেক উচু করে করেছে, এটা একটু নিচু করার জন্য রেল বিভাগের প্রতি অনুরোধ থাকবে। আউশ মৌসুমে পানি সেচ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখতে আপনারা একটু খেয়াল রাখতে হবে। আক্কাস আলী স্কুলের নিরাপত্তা স্বার্থে, ওখানে বাউন্ডারী ওয়াল দরকার।
জেলা প্রশাসক বলেন, আপনারা সকল দফতর থেকে ২০০৮সাল থেকে শুরু করে অদ্যবদি পর্যন্ত উন্নয়ন কার্যক্রম এর তথ্য অতি দ্রুত পাঠিয়ে দিবেন। যথাসময়ে না পাঠালে আমরা মন্ত্রিপরিষদ বিভাগকে জানাবো, আমরা তথ্য পাইনি। আসন্ন রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করতে হবে , সেদিকে জোর দিতে হবে । সেহরী, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুত রাখার উদ্যোগ গ্রহন করতে হবে। রমজানে বাজার মনিটরিং কার্যক্রম ভালো ভাবে করতে হবে। জাটকা সংরক্ষনে ব্যাপকভাবে কাজ করতে হবে। সমাজসেবা ও যুব-উন্নয়ন অধিদপ্তরের কি কি উন্নয়ন রয়েছে তা পাঠাতে হবে। কতগুলো সমবায় সমিতি হয়েছে, তা জানাবেন। এবার রমজানে ইফতারিতে কোন রং ব্যবহার করতে পারবে না।
জেলা প্রশাসক বলেন,হাজীগন্জে চাঁদপুরের সিএসডি থেকে রাতে সরবরাহকৃত কাবিখার সরকারি চালের বিষয়টি আমি জেনেছি। অভিযোগ উঠছে বিষয়টি নিয়ে । বিষয়টি তদন্ত করে দেখার জন্য ইউএনওর নেতৃত্বে ৫সদস্য কমিটি গঠন করছি । তারা তদন্ত করে প্রতিবেদন দিক । এ ব্যাপারে জেলা খাদ্য বিভাগ যাতে তদন্ত কমিটিকে সহায়তা করে।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা ও অতিরিক্ত দায়িত্ব সার্বিক বশির আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো: মিজানুর রহমান , স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা: সৈয়দা বদরুন্নাহার চৌধুরী ,চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ ক্রান্তি নাগ, চাঁদপুর সিভিল সার্জন ডা: মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মাহবুবুর রহমান, চাঁদপুর জেলা আ’লীগের সেক্রেটারী আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফাহিম ইকবাল, চাঁদপুর গণপূর্ত বিভাগেরর নির্বাহী প্রকৌশলী মো: রকিবুর রহমান, চাঁদপুর এলজিইডি’র নিবার্হী প্রকোশলী আহসান কবির, চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের নিবাহী প্রকৌশলী শামছুজ্জোহা, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ ,মতলব দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হুমায়ুন রশিদ,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো: জহুরুল ইসলাম, মেঘনা ধনাগোধা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) জয়ন্ত পাল, চাঁদপুর জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু মূসসা মোহাম্মদ ফয়সাল, চাঁদপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, চাঁদপুর বিদ্যুত উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূইয়া , চাঁদপুর পল্লী বিদ্যুত সমিতি-১এর জেনারেল ম্যানেজার, চাঁদপুর পল্লীবিদ্যুত সমিতি ২ এর জেনারেল ম্যানেজার, চাঁদপুর এনএসআই এর উপ পরিচালক, চাঁদপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তর, জেলা মৎস্য বিভাগের উপ-পরিচালক, চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরেরর উপ-পরিচালক রজত শুভ্র সরকার, চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: রুহুল আমিন, চাঁদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নাছিমা আক্তার, চাঁদপুর জেলা প্রানিসম্পদ বিভাগ ,কর্মকর্তা ডা: মো: বখতিয়ার উদ্দিন, চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো: শাহজামাল, চাঁদপুর পরিবেশ অধিদপ্তর উপ-পরিচালক মো: মিজানুর রহমান, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মো: সফিকুর রহমান, চাঁদপুর নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, ফায়ান সার্ভিস প্রতিনিধি , চাঁদপুর সমবায় অফিসার, চাঁদপুর মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক, কৃষি বিপনন অধিদপ্তর পরিচালক, চাঁদপর আঞ্চলিক পার্সপোট অফিস প্রতিনিধি, বাখরাবাদ গাস অফিস প্রতিনিধি, বিসিকের প্রতিনিধি, চাঁদপুর সরকারি কলেজে’র প্রতিনিধি, চাঁদপুর জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালকসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন