চাঁদপুর মাছ বাজারে দুটি আইড় মাছ ৪২ হাজার টাকায় বিক্রি

চাঁদপুর বড়স্টেশন পাইকারি বাজারে বিক্রি হওয়া আইড় মাছ দুটির ওজন প্রায় ১২ কেজি। এসময় মাছ বাজারে মাছ দুটি ৪২ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সকালে অনিক নামে একজন অনলাইনে মাছ দুটি ক্রয় করেন।

এর আগে আব্দুর রব চোকদার ও বিল্লাল কাজী নামে দুই জেলে মাছ দুটি পাইকারি বাজারে তোলেন।

মাছ ব্যবসায়ী আলম মোল্লা জানান, বুধবার ভোরে চাঁদপুরের মেঘনা নদীর হরিণা এলাকায় জেলেদের জালে ধরা পড়ে বেশকিছু আইড় মাছ। তার মধ্যে দুটি মাছের ওজন ছিল সাড়ে ১২ কেজি প্রায়। মাছগুলো বড় স্টেশনের আড়তে নিয়ে আসা হলে তার দাম উঠে সাড়ে এক হাজার ৬০০ টাকা প্রতি কেজি। এরমধ্যে অনিক নামে একজন অনলাইন মাছ ব্যবসায়ী আইড় মাছ দুটি ক্রয় করেন।

এদিকে আইড় মাছের ক্রেতা অনিক জানান, এই সময় বাজারে নদীর মাছের বেশ চাহিদা রয়েছে। তাই চড়া দাম হলেও বড় আকারের দুটি আইড় মাছ ক্রয় করেছি।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক জানান, শীত প্রায় দ্বারপ্রান্তে। এরইমধ্যে নদীর মাছের চাহিদা বাড়তে শুরু করেছে। জেলেরা ভালো দামের আশায় আইড় ও অন্যান্য প্রজাতির মাছ নিয়ে বড় স্টেশন পাইকারি বাজারে ছুটছেন।