চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদুল আজহা ১১ আগস্ট
জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। এই হিসেবে দেশটিতে ঈদুল আযহা পালিত হবে ১১ আগস্ট, রোববার। এ ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে ১০ আগস্ট শুরু হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। ধর্মীয় রীতি হিসেবে ঈদুল আযহার দিনসহ ৩ দিন পর্যন্ত পশু কোরবানি করা যায়। নিয়ম অনুসারে, ১১ আগস্ট কোরবানির প্রথম দিন।
এদিকে, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইরাক,জর্দান’সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও জিলহজ মাসের চাঁদ দেখার কথা জানিয়েছে। এই দেশ সমূহ সৌদি আরবের সাথে একসময় ঈদ উদযাপন করবে দেশগুলো। এদিকে, এশিয়ায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ১১ তারিখ পালিত হবে ঈদুল আযহা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন