চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/09/চাপাই.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে বাদশা (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত বাদশা শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের মোঃ রফিকের ছেলে।
শনিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, নিহত বাদশা মাদক চোরাচালান করতে গিয়ে বিএসএফের গুলিতে মারা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বাদশা শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকা দিয়ে ভারতে মাদক চোরাচালান করার সময় ভারতের সবদেলপুর বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই সে মারা যায়।
এ ব্যাপারে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, রাতে দুই রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। এতে বাংলাদেশ ভূখন্ডে কেউ নিহত হওয়ার খবার পাওয়া যায়নি। তবে এব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগ করে বিস্তারিত জানতে চাওয়া হবে।
এদিকে, রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত নিহতের লাশ কাঁটাতারের বেড়া সংলগ্ন একটি গর্তে পড়ে ছিল এবং ভারতীয় ভূখন্ডে বিএসএফ সদস্যদের লাশটি পাহারা দিতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন