চাকরির বয়স ৩৫ করে দেওয়ার বিষয়টি গুজব
‘আগামী মাসে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করে দেয়া হবে’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বরাত দিয়ে প্রকাশিত এ খবর সত্য নয় বলে দাবি করেছেন ওবায়দুল কাদের।
তিনি বলেছেন: আমার নাম ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে।
শনিবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের শুরুতে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত এ বিষয়ে নিজের অবস্থান পরিস্কার করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন: সরকারি চাকুরিতে প্রবেশের সাধারণ বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করা হবে এমন কথা আমি বলিনি। এখন পর্যন্ত কোন অডিও বা ভিডিও রেকর্ড সংবাদ প্রকাশকারীরা হাজির করতে পারেনি। এ সংবাদ অসত্য এবং প্রচার বাড়ানোর কৌশল।
কাদের বলেন: আমি এ ধরনের কোনো কথা বলিনি। সরকারের সিদ্ধান্তের আগে আমি কি বলবো! আমি সরকার ও পার্টির ইমপর্টেন্ট জায়গায় আছি। আমার ইরেস্পন্সেবল কোনো কথা বলা উচিত না।
চাকরিতে প্রবেশের বয়স সীমার নতুন কোনো সিদ্ধান্ত সরকারি পর্যায়ে এখনও হয়নি। আমি এ ব্যাপারে কোথায় মন্তব্য করালম! আমার তো জানা নেই। ইট’স ফেইকফুল অ্যান্ড ফলস।
এসয়ম আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম কামালসহ অনেকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন