চাকরি পেতে দ্বারে দ্বারে নয়, আসছে ডিজিটাল জব পোর্টাল
চাকরি পেতে কোম্পানির দ্বারে দ্বারে আর ঘুরতে হবে না, শিগগির একটি ডিজিটাল জব পোর্টাল চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, আমরা চাকরি মেলার সঙ্গে সঙ্গে একটি ডিজিটাল জব পোর্টাল চালু করব। যেখানে প্রতিদিন জব ফেয়ারের সুবিধা পাবেন। তবে এজন্য কাউকে কোম্পানির দ্বারে দ্বারে ঘুরতে হবে না।
সোমবার (১ জানুয়ারি) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আমরা বিশ্বাস করি, প্রতিবন্ধীতা অজেয় নয়, একটু সহযোগিতা করলে তারাও এই পৃথিবীটাকে বদলে দিতে পারে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিএসআইডি’র নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম, বিসিসি’র পরিচালক এনামুল কবির এবং মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন