চাকার ভেতর এক লাখ পিস ইয়াবা উদ্ধার
কক্সবাজার-টেকনাফ সড়কের যাত্রীবাহী মাইক্রোবাস তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
রামুর তুলাতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় শুক্রবার বিকেল ৪টার দিকে এ অভিযান চালানো হয়। আটক মাইক্রেবাস চালক ও মালিক মো. বেলাল উদ্দিন (২৫) উখিয়ার পালংখালী এলাকার হাফেজ হামিদুল হকের ছেলে।
রামু তুলাতলী হাইওয়ে থানা পুলিশের ওসি (তদন্ত) মুজাহিদুল ইসলাম জানান, যাত্রীবাহী মাইক্রোবাসে করে ইয়াবার চালান পাচার হচ্ছে খবর পেয়ে ফাঁড়ি এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। বিকেল ৪টার দিকে টেকনাফ হতে আসা মাইক্রো (চট্টমেট্টো-ছ-১১ ১৪৫৮) দাঁড় করানো হয়। তল্লাশি করে স্পেয়ার চাকার ভেতর বিশেষ কায়দায় রাখা ইয়াবার বেশ কয়েকটি পুটলা পাওয়া যায়। পরে গুণে সেখানে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এ ঘটনায় গাড়িটির চালক ও মালিক মো. বেলালকে গ্রেফতার করা হয়। জব্দকরা হয় মাইক্রোবাসটিও।
ওসি আরও জানান, মাদক আইনে মামলা করে আটক যুবক ও জব্দকরা ইয়াবা এবং মাইক্রোসহ রামু থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন