চাটখিলের নবম শ্রেণীর দুই ছাত্রী ও ছাত্রীর খালা নিপুকে ইয়াবাসহ আটক করেছে সুধারাম থানার পুলিশ
এইচ. এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী চাটখিল উপজেলার নবম শ্রেণীর পড়–য়া দুই ছাত্রী ও সদর উপজেলার ইয়াবা ব্যবসায়ী নার্গিস আক্তার নিপুকে ইয়াবা সহ আটক করেছে সুধারাম থানার পুলিশ। সূত্রে জানা যায় নোয়াখালী জেলার সুধারাম থানাধীন নোয়াখালী পৌরসভা ২নং ওয়ার্ড অন্তর্গত মাইজদী বাজার হিমাচল পরিবহন কাউন্টারের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তকৃত দুই জন নমব শ্রেণীর ছাত্রীর বাসস্থান চাটখিল উপজেলার ১নং শাহাপুর ইউনিয়নের খালিশপাড়া গ্রামের (ওয়ারেন্ট অফিসার খোরশেদ আলম চৌধুরি বাড়ীর) মোবারক উল্যার মেয়ে উম্মে আয়মান মমু (১৪) একই উপজেলার ৭নং হাট পুকুরগা ঘাটলাবাগ ইউনিয়নের রমাপুর গ্রামের (কোনার বাড়ীর) শাহ জানের মেয়ে সাজু আক্তার সাজুদা (১৫) একই জেলার সদর উপজেলার নোয়াখালী পৌরসাভা ২ নং ওয়র্ডের ফতেহপুর গ্রামের (হারুন মিয়ার বাড়ীর) হারুনুর রশিদের মেয়ে নার্গিস আক্তার নিপু (২৫) মাইজদী বাজার হিমাচল কাউন্টারের পাশে ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করার সময় স্থাণীয় লোকজন দেখে সুধরাম মডেল থানা সংবাদ দেয় থানা পুলিশ সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য উর্ধ্বতন কতৃপক্ষকে অব্যহিত করিয়া পুলিশ ফোর্স ঘটনাস্থলে আসে এসআই/নিবাস কুমার ভট্টচার্য্য, সঙ্গীয় এএসআই/ সঞ্জয় মালাকার, এএসআই/মোঃ আবদুস সালাম,কং/মোঃ দেলোয়ার, কং/মোঃ আবদুর রাজ্জাক, ড্রাইভার কং/সোনাময়, নারী কং/শারমিন আক্তার ঘটনাস্থলে পৌছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পাইয়া আসামীরা সু-কৌশলে পালানোর টেষ্টা কালে সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় তাদেরকে গ্রেপ্তার করে। নারী পুলিশ শারমিন আক্তার ইয়াবা ব্যবসায়ী নিপুর দেহ তল্লাশী করিয়া নিপুর ব্যবহারিত বেসিয়ার এর ডান পাশ হইতে সাদা পলিথিনের মোড়ানো ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এবং উম্মে আয়মান মমু, সাজু আক্তার সাজুদা ঘটনাস্থলের গন্য মান্য লোকজন ও পুলিশের কাছে স্বীকার করে তাদের খালা নার্গিস আক্তর নিপু সহ তাদের ইয়াবা ট্যাবলেট ও আরও গোপন কাজের কথা স্বীকার করে। এবং আরো জানাযায় আসামী নার্গিস আক্তার নিপু পৌরসবা এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রনের জন্য আশেপাশের সাধারন মানুষকে জিম্মি করে রেখেছে। আমসামী উম্মে আয়মান মমু এবং সাজু আক্তর সাজুদা নার্গিস আক্তর নিপুকে মাদক ব্যবসার কাজে সর্ব সময় সহযোগীতা করিয়া থাকে। উক্ত আসামীরা পরস্পর সহযোগীতা করিয়া নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা হইতে ইয়াবা ট্যাবলেট পাইকারী হিসাবে ক্রয় করিয়া আনে।এবং খুচরা হিসাবে এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়ৃুয়া ছাত্র/ছাত্রীদের সহ যুব সমাজের নিকট বিক্রয় কর। গ্রফতাকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করলে তারা তাদের নাম ঠিকানা প্রকাশ করে। গ্রেফতাকৃম আসামীগন অবৈধ ভাবে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে, হেফাজত করিয়া এবং বিক্রয়ের সহযোগীতা করিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ (সংশোধনী/০৪) এর ১৯ (১) এর টেবির ৯(ক)/২৫ ধারামতে অপরাধ করিয়াছে। সুধারাম মডেল থানার পুলিশ বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে একটি মাদকের মামলা দায়ের করেন। সুধারাম মডেল থানার মামলা নং- ২৮/২০১৭,জি.আর ১৩৭৬/১৭, আসামীদের গ্রেপ্তার ও মামলার বিষয়ে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন