চাপে নয় সৌজন্যতা বশত ভারতে ১২ শ মেট্রিক টন ইলিশ রপ্তানীর অনুমোদন দেয়া হয়েছে

কুড়িগ্রামে মৎস্য, প্রাণৗসম্পদ কর্মকর্তা, বেসরকারী প্রতিষ্ঠান, নারী কৃষক, খামারী ও উন্নয়ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে কুড়িগ্রাম জেলাপ্রশাসন মৎস্য ও প্রাণী স¤পদ মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

জেলা প্রশাসক কুড়িগ্রাম সিফাত মেহনাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরুজুল ইসলাম, সিভিল সার্জন কুড়িগ্রাম ডাঃ স্বপন কুমার, নঅতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত ই খুদা, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, বাসস ও ইনকিলাব প্রতিনিধি সফিকুল ইসলাম বেবু, টেলিভিশন সাংবাদিক ফোরাম আহবায়ক ইউনুছ আলী, ,সদস্য সচিব আশরাফুল হক রুবেল, প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাংবাদিক মাহফুজার রহমান সহ সরকারী কর্মকর্তা, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক।

পরে কুড়িগ্রামের সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা ফরিদা আকতার। এ সময় তিনি বলেন, চাপে নয় দুর্গা পূজায় সৌজন্যতা বশত ভারতে এ বছর ১২ শ মেট্রিক টন ইলিশ রপ্তানীর অনুমোদন দেয়া হয়েছে।

গত ৬ বছর থেকে ভারতে ইলিশ রপ্তানী করা হচ্ছে।প্রবাসী বাঙ্গালীদের কথা চিন্তা করে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ১১ হাজার মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। এ বছর বৃষ্টি কম হওয়ায় ইলিশের উৎপাদন কম হওয়া এবং জাটকা নিধনে কার্যকর পদক্ষেপ না নিতে পারায় দেশে ইলিশের দাম বৃদ্ধি পাওয়ার কথা স্বীকার করেন উপদেষ্টা।