চার দফা দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চার দফা দাবিতে শ্যামনগরে মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস)। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শ্যামনগর লোকাল বাসস্ট্যান্ডের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা বিসিডিএস সভাপতি আলহাজ্ব হাফেজ মো. শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি গ্রাম ডা. মো. আব্দুল হালিম, জেলা সদস্য আলহাজ্ব সাংবাদিক আবু কওছার, সহ-সভাপতি গ্রাম ডা. আলহাজ্ব লোকমান হোসেন, সাবেক সেনা কর্মকর্তা ও কাশিমাড়ী ইউনিয়ন সভাপতি মো. গোলাম সরোয়ার, রমজাননগর ইউনিয়ন সভাপতি ও সাংবাদিক জি.এম. আমিনুর রহমান এবং উপজেলা কোষাধ্যক্ষ মো. আবুল বাশার।
বক্তারা বলেন, ওষুধ বিক্রিতে কমিশন কম, মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেরত নিতে গড়িমসি, লাইসেন্সবিহীন দোকানে ওষুধ বিক্রি এবং ওষুধের অনিয়ন্ত্রিত মূল্য—এই সব মিলিয়ে ওষুধ ব্যবসা দিন দিন কঠিন হয়ে পড়েছে।
তারা অভিযোগ করেন, বিদেশে যেখানে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমিশন দেয়া হয়, সেখানে বাংলাদেশে মাত্র ১২ শতাংশ কমিশন প্রদান করা হচ্ছে। এছাড়া নামমাত্র হাসপাতাল ও মুদি দোকানেও ওষুধ বিক্রি হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
মানববন্ধনে বক্তারা সকল ওষুধের মূল্য সরকার নির্ধারণের দাবি জানান। একই সঙ্গে নিম্নমানের ওষুধ ও ফুড সাপ্লিমেন্ট বাজার থেকে প্রত্যাহারের আহ্বান জানান।
তারা জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় এই কর্মসূচি সারাদেশে একযোগে পালিত হচ্ছে। দাবি পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন