চালু হলো রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের নিজস্ব অক্সিজেন প্লান্ট
রাঙামাটি সদর হাসপাতালে চালু হলো অক্সিজেন উৎপন্ন করার জন্য নিজস্ব অক্সিজেন প্লান্ট। বুধবার (১১ ডিসেম্বর) রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার আওতাধীন জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচিতে জিএফএটিএম এর অর্থায়নে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে স্থাপিত PSA অক্সিজেন প্লান্ট এর হস্তান্তর কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় এম অ্যান্ড পিডিসি সিডিসি স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মাকসুদা খানম, এম অ্যান্ড পিডিসি, সিডিসি স্বাস্থ্য অধিদপ্তরের ইভ্যালুয়েটর ডা. আজিজুর রহমান, জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির এপিডেমিওলজিস্ট ডা. মো. মুশফিকুর রহমান এবং রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান সহ দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক মহোদয়রা এবং হাসপাতালের কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন