‘চা বিক্রি করতাম, দেশ বিক্রি করিনি’
ভারতের পশ্চিমাঞ্চলের গুজরাট প্রদেশের বিধানসভার প্রথম দফার ভোটের বাকি রয়েছে আর মাত্র ১২ দিন। নির্বাচনী প্রচারের প্রথম দিন ময়দানে নেমেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে জাতীয়তাবাদের দামামা বাজিয়ে দিলেন। গুজরাটে নির্বাচনী প্রচারে গিয়ে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করেছেন বিরোধীদল কংগ্রেসকে।
সোমবার সকালে গুজরাটের কচ্ছের ‘আশাপুরা মাতা’ মন্দিরে পুজা দিয়ে নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচারণা শুরু করেন। আগামী ৯ ও ১৪ ডিসেম্বর গুজরাটে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে আগামী দু’সপ্তাহে তিনি ৩০ টির বেশি নির্বাচনী সভা করবেন বলে বিজেপি জানিয়েছে। সোমবার ভুজ ছাড়াও আরো দু’টি জায়গায় মোদির নির্বাচনী সভা আছে। একটি সৌরাষ্ট্রে এবং অন্যটি দক্ষিণ গুজরাটে।
এর আগে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী গুজরএট একাধিকবার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। নানা বিষয়ে মোদিকে তিনি আক্রমণ করেছেন। মোদি নিজের ইনিংসের শুরুতেই সেই রাহুলের মন্তব্যের জবাব দিতে চেয়েছেন। এমনকি গুজরাট নির্বাচনের আগে রাহুলকে তার দল যে সভাপতি পদে নির্বাচিত করছে, তা নিয়েও মোদি কটাক্ষ করেন।
মোদি বলেন, এবারের লড়াই ‘উন্নয়ন’ বনাম ‘পরিবার তন্ত্র’র। কংগ্রেস যে তাকে ‘চা-ওয়ালা’ বলে কটাক্ষ করে, তার জবাবও দিয়েছেন মোদি। সৌরাষ্ট্রের এক সভায় তিনি বলেন, ‘হ্যাঁ, আমি চা বিক্রি করতাম। কিন্তু, দেশকে বিক্রি করিনি।’
এর পরই মোদি বলেন, ‘এভাবে আমার দারিদ্রতা নিয়ে কটাক্ষ করবেন না।’ তার কথায়, ‘আসলে কংগ্রেস আমাকে অপছন্দ করে। কীভাবে একটা দল এতটা নিচে নামতে পারে? হ্যাঁ, দরিদ্র পরিবার থেকে উঠে এসে আমার মতো একজন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এ জন্য কিছু গোপন করার নেই।’ -আনন্দবাজার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন