চা বিক্রি করে স্বচ্ছলতা পেয়েছে জামালপুরে যুব মহিলারা

সরকার নারীর ক্ষমতায়ন ও আত্ম কর্মসংস্থান করার লক্ষ্যে একের পর এক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যুব মহিলারা চা স্টল করে সচ্ছলতা ফিরে পেয়েছে।

জামালপুর শহর থেকে গ্রামাঞ্চলের রাস্তার মোড়ে মোড়ে যুব মহিলারা চা স্টলের ব্যবসা শুরু করেছেন। চা স্টলের ব্যবসা বৃদ্ধি পাওয়ায় অনেক যুব মহিলারা আত্ম কর্মসংস্থান হয়েছে। ফলে গ্রামীন অর্থনীতিতে চাাঙ্গা ভাব ফিরে এসেছে।

জানা যায়, জামালপুর শহরের বিভিন্ন পাড়া মহল্লার মোড়ে মোড়ে যুব মহিলারা চা স্টল দিয়ে ব্যবসা শুরু করেছেন। এ ব্যবসা ইদানিং ব্যাপক আকার ধারণ করেছে। শহরের রেলগেইট পাড় মালগুদাম মোড়, কাচারি পাড়া মোড়, ফৌজদারি মোড়, ভকেশনাল মোড়সহ আরো বিভিন্ন পাড়া মহল্লার মোড়ে প্রায় দশতাধিক যুব মহিলারা চা স্টল দিয়ে স্বচ্ছলতার
মুখ দেখেছে।

সরেজমিনে এ এলাকা গুলো ঘুরে কথা হয় বেশ কয়েকজন যুব মহিলার সাথে। তারা বলেন, বিভিন্ন এনজিও থেকে আর্থিক সুবিধা পেয়ে চা স্টলের ব্যবসা শুরু করেছি। এ ব্যবসা করে নিজেদের স্বচ্ছলতার পাশাপাশি ছেলেমেয়েদের স্কুলে পাঠাচ্ছি।

যুব মহিলাদের এ ব্যবসা জামালপুর শহরের মধ্যে সীমাদ্ধ নয় ব্যপক ভাবে বৃদ্ধি পেয়েছে। মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ সরিষাবাড়ী ও জামালপুর সদর উপজেলায়। এ উপজেলাধীন নান্দিনা, নরুন্দি, পিয়ারপুর, গোপালপুর, ঘোড়াধাপ এলাকার বিভিন্ন বাজারে চাস্টল করে সফলতার মুখ দেখেছে।

কথা হয় নাসিমা (২৮), জমিলা (৩০) এর সাথে। তারা বলেন, সরকার নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করায় আমরা এখন সফল ভাবে ব্যবসা বানিজ্য করতে পারছি। এক সময় ঘরের ভেতরে বন্দী থাকতাম। এখন বন্দী জীবন নয় প্রকাশ্যে ব্যবসা বানিজ্য করতে পারছি।

এ ব্যাপারে সুশীল সমাজের লোকজন জানান, সরকারের সফল নারী কর্মসংস্থান নীতির কারণে সমবায় সমন্বয়ের মাধ্যমে গ্রামীন যুব মহিলারা আত্ম কর্মসংস্থানের পথ খুঁজে পেয়েছে। তারা আজ সফল উদ্যোক্তা।

জেলা কৃষকলীগের সভাপতি কৃষিবিদ মো.মোখলেছুর রহমান জিন্নাহ বলেন, সরকার যুব মহিলাদের উদ্যেক্তা গড়ার কাজ বাস্তবায়ন করায় যুব মহিলারা আজ কর্মমুখী।