চিকিৎসক-আইনজীবীরা কত ফি নেন, হিসাব নেবে সরকার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/Doctor-Laweer.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চিকিৎসক এবং আইনজীবীদের সেবা ফি বা ভিজিটের হিসাব নেওয়ার বিষয়ে সরকার উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক সম্মেলন শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ বিষয়ে ইঙ্গিত দেন।
সালেহউদ্দিন আহমেদ জানান, চিকিৎসকরা রোগীদের কাছ থেকে যে অর্থ গ্রহণ করেন, সেক্ষেত্রে কোনো রসিদ বা প্রমাণপত্র প্রদান করা হয় না, যা কর আদায়ের ক্ষেত্রে সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই অর্থের হিসাব সংগ্রহ ও সংরক্ষণের সঠিক পদ্ধতি নিয়ে জেলা প্রশাসক সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি বলেন, চিকিৎসকদের কাছ থেকে পাকা রসিদ আদায়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। বিশেষত, চিকিৎসকদের সেবা প্রদান ও অর্থ আদায়ের প্রক্রিয়াকে ডিজিটাল করা সম্ভব কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে, যাতে পুরো লেনদেনের একটি স্বচ্ছ প্রক্রিয়া প্রতিষ্ঠিত হতে পারে।
এছাড়া, চিকিৎসকদের মতো আইনজীবীরাও মক্কেলদের কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করেন, কিন্তু তাদের কাছ থেকেও কোনো রসিদ বা প্রমাণ প্রদান করা হয় না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ, আইনজীবীদের বিষয়টিও আলোচনা করা হয়েছে।’ এই ধরনের পেশাদার সেবাদানকারীরা যারা নগদ অর্থের মাধ্যমে সেবা প্রদান করেন, তাদের কাছ থেকে সঠিকভাবে ফি গ্রহণ ও কর আদায়ের বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে।
অর্থ উপদেষ্টা আরও জানান, চিকিৎসক এবং আইনজীবী যারা নগদ অর্থের বিনিময়ে সেবা দিয়ে থাকেন, তাদের কাছ থেকে কর আদায় কিভাবে কার্যকরভাবে করা যেতে পারে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সরকারের লক্ষ্য হচ্ছে সেবা খাতে আরো স্বচ্ছতা এবং সঠিক কর ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যাতে দেশের অর্থনীতির প্রতি অব্যাহত সমর্থন এবং স্বচ্ছতা নিশ্চিত করা যায়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন