চিকিৎসা বিজ্ঞানে নোবেল দুই ক্যান্সার গবেষকের
এবছর চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে জেমস অ্যালিসন ও টাসুকু হনজো নামের দুই গবেষককে।
‘নেগেটিভ ইমিউন রেগুলেশনে বাধা দানের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসার পদ্ধতি উদ্ভানের জন্য তাদেরকে’ এই পুরস্কার দেয়া হয়েছে বলে টুইটারে জানায় নোবেল কর্তৃপক্ষ।
নোবেল কর্তৃপক্ষ সোমবার সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটে চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী নাম ঘোষণা করেন।
এই সপ্তাহেই পদার্থ, রসায়ন, শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ৮ অক্টোবর।
উল্লেখ্য, যৌন হয়রানীর অভিযোগ বা ‘মি টু’ আন্দোলনের জেরে এবছর সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত রাখা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন