চিটাগং ভাইকিংসে আশরাফুল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটে ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন মোহাম্মদ আশারাফুল। দেশি খেলোয়াড়দের তৃতীয় সেটে ১৮ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে চিটাগং ভাইকিংস।

মোহাম্মদ আশরাফুল ২০১৩ সালে বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় পাঁচ বছর নিষিদ্ধ হন। ২০১৬ সালে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পান। কিন্তু তখনও জাতীয় দল এবং ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগের দরজা বন্ধ ছিল তার জন্য। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ১৩ আগস্ট ফিরেছেন ৩৪ বছর বয়সী অ্যাশ।

রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এখন চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। প্লেয়ার্স ড্রাফটের প্রথম সেটে দেশি খেলোয়াড়দের মধ্যে সৌম্য সরকারকে দলে নিয়েছে রাজশাহী কিংস। তাসকিন আহমেদকে দলে নিয়েছে সিলেট সিক্সার্স। প্রথম সেটে প্রতিটি দল দুইজন করে দেশি খেলোয়াড় দলে নিয়েছে।

দ্বিতীয় সেটেও প্রতিটি দল দুইজন করে দেশি খেলোয়াড় দলে নিয়েছে। দ্বিতীয় সেটে স্পিনার তাইজুল ইসলামকে দলে নিয়েছে খুলনা টাইটান্স। আরেক স্পিনার আরাফাত সানিকে দলে নিয়েছে রাজশাহী কিংস। অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরীকে দলে নিয়েছে ঢাকা ডায়নামাইটস।

তৃতীয় সেটে দুইজন করে বিদেশি খেলোয়াড় দলে নেয়ার সুযোগ পায় ফ্র্যাঞ্চাইজিগুলো। পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদিকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ইয়ান বেলকে দলে নিয়েছে ঢাকা ডায়নামাইটস। চতুর্থ সেটে এসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে দলে নিয়েছে চিটাগং ভাইকিংস।

আজকের প্লেয়ার্স ড্রাফট শুরুর আগেই আইকন খেলোয়াড়কে দলে নেয় চিটাগং ভাইকিংস। তার আগে প্রতিটি দলই পছন্দমতো ছয়জন করে খেলোয়াড় দলে নেয়ার সুযোগ পায়।