চিরবিদায় নিলেন নেত্রকোণার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষক রঞ্জিত কুমার সাহা

নেত্রকোণার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষক রঞ্জিত কুমার সাহার মৃত্যুতে বড় বাজার এলাকাসহ নেত্রকোণার সকল মহলে শোকাবহতা।তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ব্যবসা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানসহ সকল শ্রেণির মানুষ ভীর করে তার অজহর রোডস্থ বাসায়।

শনিবার (২৬ এপ্রিল) সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রঞ্জিত কুমার সাহার ছোট ভাই তপন কুমার সাহা জানান, শুক্রবার ভোর রাতে বুকে ব্যথা অনুভব করলে বাসাতেই প্রাথমিক চিকিৎসা নেন রঞ্জিত সাহা। পরে শনিবার সকালে অবস্থার অবনতি হলে তাঁকে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার বিকাল বিকেল ৫টায় নেত্রকোণা মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

তপন কুমার সাহা আরও জানান, রঞ্জিত কুমার সাহা পূর্বধলার হাজী জিয়াউর রহমান ডিগ্রি কলেজে শিক্ষকতা করেছেন। কলেজে তিনি ভারপ্রাপ্ত অধ্যাপকের দায়িত্বও পালন করেছেন।পাশাপাশি তিনি পারিবারিক ব্যবসাও দেখাশোনা করতেন। ধর্মপ্রাণ ও মানবিক এই ব্যক্তিত্ব শহরের নরসিংহ জিউর আখড়া এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, প্রতিষ্ঠান ও সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।