চীনকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ করে সামরিকীকরণের প্রচেষ্টা যুক্তরাষ্ট্র মেনে নেবে না বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। এ ধরনের প্রচেষ্টা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করবে বলেও মন্তব্য করেন তিনি। খবর বিবিসি।
শনিবার সিঙ্গাপুরে নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে বক্তব্য দেয়ার সময় ওই মন্তব্য করেন তিনি।
দক্ষিণ চীন সাগরের বেশ কিছু এলাকা নিজেদের বলে দাবি করে আসছে চীন। তবে বেশ কয়েকটি দেশ দক্ষিণ চীন সাগরে নিজেদের অংশ দাবি করেছে।
তবে উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে ইতিবাচক ভূমিকার জন্য চীনের প্রশংসা করেন মার্কিন এই প্রতিরক্ষামন্ত্রী।
তিনি এমন সময় দক্ষিণ চীন সাগর নিয়ে কথা বলছেন, যখন উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞার পরিধি বাড়িয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। উত্তর কোরিয়ার ১৪ নেতা ও চারটি প্রতিষ্ঠানের সম্পদ বাজেয়াপ্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র ও চীনের বৈঠকের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ওই সিদ্ধান্ত নিয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন