চীনা সীমান্তের কাছে তিন ক্রুসহ ভারতীয় হেলিকপ্টার নিখোঁজ!
চীন সীমান্ত সংলগ্ন ভারতের অরুণাচল প্রদেশে তিন ক্রুসহ ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। মঙ্গলবার ত্রাণের কাজে ব্যবহৃত ভারতীয় বিমানবাহিনীর এই হেলিকাপ্টরটি ইটানগরের কাছে নিখোঁজ হয়।
রাজ্যের বেসামরিক বিমান পরিবহণ দফতরের সূত্রে জানা যায়, প্রবল বৃষ্টিতে ধস নেমে সড়কপথ বন্ধ থাকায় স্থানীয় মানুষ ও পর্যটকরা সাগালির কাছে আটকে পড়েছিলেন। তেজপুর থেকে আসা বিমানবাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ‘ধ্রুব’-কে উদ্ধারকাজে লাগানো হয়েছিল।
ওই দিন বিকেল ৩টা ৪৮ মিনিটে দু’জন চালক ও একজন ক্রুসহ হেলিকাপ্টারটি পাপুম পারে জেলার সাগালি থেকে ওড়ে। নাহারলাগুন আসার কথা ছিল কাপ্টারটির। আকাশে ওড়ার কিছুক্ষণ পর থেকেই তার সঙ্গে এটিসির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দেশটির পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধারে সাহায্য করতে এগিয়ে আসেন গ্রামবাসীরাও। এ দিনই ইটানগরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর হেলিকপ্টার খারাপ আবহাওয়ার জন্য জরুরি অবতরণ করে।
অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমাখাণ্ডু হেলিকপ্টার নিখোঁজ হওয়ার বিষয়টির সার্বিক তত্ত্বাবধান করছেন।
সূত্র: লাইভমিন্ট
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন