চীনের করোনা নিয়ে অস্থিরতা পর্যবেক্ষণ করছেন বাইডেন: হোয়াইট হাউস
চীনে কোভিড সংক্রান্ত লকডাউন অবসান ও দেশটির রাজনৈতিক স্বাধীনতার দাবিতে জনগণের বিক্ষোভ-সমাবেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি বিক্ষোভকারীদের অধিকারের প্রতি মার্কিন সমর্থনের ওপর জোর দেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে এমন দাবিতে ছোট আকারে বিক্ষোভ ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। চীনের প্রধান শহরগুলোতে শত শত মানুষ রাজপথে নেমে আসার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন মন্তব্য করা হলো।
সোমবার (২৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘তিনি চীনের এই বিক্ষোভ পর্যবেক্ষণ করছেন। আমরা সকলেই এটি করছি।’
কিরবি বিক্ষোভকারীদের দাবির ব্যাপারে বাইডেনের প্রতিক্রিয়ার বর্ণনা না দিয়ে বলেন, ‘প্রেসিডেন্ট বিশ্বব্যাপী প্রতিবাদকারীদের পক্ষে কথা বলতে যাচ্ছেন না। তারা নিজেদের পক্ষে কথা বলছে।’
কিরবি বলেন, ‘মানুষকে সমবেত হওয়ার এবং কোন নীতি বা আইন বা আদেশের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার দেওয়া উচিত এমন ক্ষেত্রে যা তারা গ্রহণ করে।’
এর আগে সোমবার মার্কিন পররাষ্ট্র বিভাগ বলেছে, ওয়াশিংটন চীনের কোভিড লকডাউন নীতিকে বড় বাড়াবাড়ি হিসেবে দেখছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন