চীনে এবার স্কাইপও বন্ধ
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও গুগলের পর স্কাইপ নিষিদ্ধ করা হয়েছে চীনে। মঙ্গলবার থেকেই সে দেশে নিষিদ্ধ করা হয়েছে স্কাইপের ব্যবহার। অনলাইনে সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতেই এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে বেইজিং।
অ্যাপল জানিয়েছে, স্কাইপ আর তাদের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না চীনের নাগরিকরা।
অ্যাপলের বিবৃতি অনুযায়ী, বেশ কয়েকটি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল অ্যাপ দেশের সাইবার আইন মেনে চলছে না। সে কারণে দেশটির জনসুরক্ষা মন্ত্রণালয় থেকে তা বন্ধের দাবি জানানো হয়।
চীনের এই পদক্ষেপ সাময়িক বলে ধারণা করছে অ্যাপল। তবে নিষিদ্ধের পরেও দেশটিতে অনেকের স্কাইপ চালু রয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
বিশেষজ্ঞরা বলছেন, ভিপিএন দিয়ে ফেসবুক, টুইটার, স্কাইপসহ অন্য সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করছে চীনের জনগণ।
তাতেও আপত্তি জানিয়েছে বেইজিং। ইন্টারনেট থেকে সব ভিপিএন অবিলম্বে সরানোর নির্দেশ দিয়েছে সরকার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন