চীনে ভ্যাকসিন প্রয়োগে ১০০ কোটির মাইলফলক অতিক্রম
একশো কোটির বেশি মানুষের কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া হয়েছে চীনে। এই সংখ্যা বিশ্বব্যাপী মোট ভ্যাকসিনেশনের এক তৃতীয়াংশের বেশী বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
গত শুক্রবার বিশ্বব্যাপী ২৫০ কোটি ভ্যাকসিন ডোজ প্রদান ছাড়িয়ে যাওয়ার পরে চীনের এই ভ্যাকসন ডোজের তথ্য প্রকাশ করা হয়।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, ১ বিলিয়নের বেশি তথা ১০০ কোটির বেশি ডোজ ভ্যাকসিন প্রয়োগ করেছে চীন।
এটি একটি বিস্ময়কর মাইলফলক, যা দেশটি অতিক্রম করতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, চীনে এই ভ্যাকসিন কর্মসূচি বাস্তবায়নে সরকারিভাবে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়। চীনা মিডিয়া বলছে, কিছু কিছু প্রদেশে লোকজনদের ভ্যাকসিন নিতে বিভিন্ন অফার দেয়া হচ্ছে। আনহুই প্রদেশে ভ্যাকসিন নিলে বিনামূল্যে দেয়া হচ্ছে ডিম, আবার বেইজিংয়ে অনেকে ভ্যাকসিন নিয়ে শপিং কুপন পেয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন