চীনে সেতুতে জাহাজের ধাক্কা, ভেঙে নদীতে পড়ল গাড়ি
দক্ষিণ চীনের শহর গুয়াংজুতে একটি পণ্যবাহী জাহাজ সেতুর সঙ্গে ধাক্কা লেগে বেশ কয়েকটি যানবাহন নদীতে পড়ে যায়। তবে সেতু থেকে কয়টি যানবাহন নদীতে পড়ে গেছে তা জানা যায়নি। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে ৫টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার অভিযান চলছে, তবে হতাহতের বিস্তারিত তথ্য নিশ্চিত করা যায়নি।
সিসিটিভির ফুটেজে দেখা দেখা গেছে, জাহাজের সঙ্গে সেতুর ধাক্কা লেগে সেতুর একটি অংশ ভেঙে পড়েছে এবং জাহাজটি আটকে গেছে। জাহাজটি ঘটনার সময় পণ্য পরিবহন করছিল না।
সেতুটি মেরামত করার জন্য তিনবার উদ্যোগ নেওয়া হলেও তা স্থগিত হয়ে যায় বলে সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। ২০২১ সালের অক্টোবরে প্রাদেশিক কর্তৃপক্ষ সেতুর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘর্ষ এড়ানোর জন্য সেতুটি মেরামতের প্রয়োজনীয়তার কথা বলেছিল।
প্রক্রিয়াটি প্রাথমিকভাবে ২০২২ সালের সেপ্টেম্বরে শেষ হবে বলেও নির্ধারিত ছিল। তবে সময়সীমাটি প্রথমে আগস্ট ২০২৩ এবং পরে চলতি বছরের আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন