চীনে সড়ক ধসে নিহত ৮, নিখোঁজ ৩
চীনের দক্ষিণাঞ্চলে নির্মাণাধীন নতুন একটি পাতালরেলের কাছে সড়ক ধসে আটজন নিহত ও তিনজন নিখোঁজ হয়েছেন। এতে আরও ৯ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।-খবর সাউথ চায়না মর্নি পোস্টের।
আট লেনের সড়কে পাইপ ফেটে পানির তোড়ে ৩০ মিটারের একটি অংশ ধসে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। সড়েকের নিচেই সুড়ঙ্গটির নির্মাণকাজ চলছিল।
স্থানীয় পৌরসভা জানায়, শ্রমিকরা পাইপ থেকে বের হওয়া পানি বন্ধ করতে চেষ্টা করেছেন। কিন্তু তারা ব্যর্থ হয়েছেন।
টেলিভিশনের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার ফলে দুটি বাস্কেটবল কোর্টের সমান ও ছয় মিটার গভীর একটি গর্ত তৈরি হয়েছে।
চীনের মূল ভূখণ্ডে ক্রমাগত পাতাল সম্প্রসারণে বড় বড় সড়কের বিভিন্ন স্থানে অহরহ গর্ত তৈরি হচ্ছে। এতে প্রায়ই হতাহতের ঘটনা ঘটে। সোমবার একটি স্টিল মিলে গ্যাস পাইপলাইন ছিদ্র হয়ে আট ব্যক্তি নিহত ও ১০ জন আহত হন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন