চীন-রাশিয়ার ৩ লাখ সেনার সামরিক মহড়া
কয়েক হাজার ট্যাংক, বিমান ও যুদ্ধজাহাজ নিয়ে চীন-রাশিয়া যৌথ সামরিক মহড়া শুরু করেছে। এতে অন্তত তিন লাখ সেনা অংশ নিয়েছে।
রাশিয়ায় অনুষ্ঠিত এ মহড়ায় রাশিয়ার সেনাদের সঙ্গে অংশ নিচ্ছে চীন ও মঙ্গোলিয়ার কয়েক হাজার সেনা।
মঙ্গলবার থেকে শুরু হওয়া মহড়া চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। রাশিয়া বলছে, স্নায়ুযুদ্ধ-পরবর্তী এটাই সবচেয়ে বড় মহড়া।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ছবিতে ট্যাংক, সাঁজোয়া যান ও যুদ্ধজাহাজের তৎপরতা দেখা গেছে। পাশাপাশি কমব্যাট হেলিকপ্টার ও যুদ্ধবিমানকে প্রাথমিক প্রস্তুতির পর্যায়ে দেখা গেছে।
চলতি মহড়ায় বেশকিছু নতুন যুদ্ধ সরঞ্জাম প্রথমবারের মতো প্রদর্শন করা হবে।
এছাড়া এয়ারবোর্ন ট্রুপসও মোতায়েন করা হচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, চলমান বিশ্ব পরিস্থিতিতে এ ধরনের সামরিক মহড়া চালানো জরুরি হয়ে পড়েছিল।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার রাশিয়া সফরে গেছেন। মহড়ায় চীনের সাতে তিন হাজার সেনার অংশগ্রহণের প্রশংসা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, চীনের সঙ্গে মস্কোর দিন দিন সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে।
রুশ সামিরক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তিনি সপ্তাহের শেষ দিকে মহড়া পরিদর্শন করবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন