মোবাইল চুরির অভিযোগে চার বছরের শিশুকে বস্তায় ভরে নির্যাতন

লক্ষ্মীপুরের রায়পুরে মোবাইল ফোন চুরির অভিযোগে চার বছরের এক শিশুকে বস্তায় ভরে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার রাত ১০টার দিকে গুরুতর অবস্থায় পিয়াসকে নোয়াখালী সদর হাসপতালে পাঠানো হয়েছে। এরআগে সন্ধ্যায় উপজেলার বামনীতে এ ঘটনা ঘটে। তার চোখে ও মুখে রক্তাক্ত ফোলা জখমের আলামত রয়েছে।

পিয়াসের বাবা সোহেল জানান, মোবাইল ফোন চুরির অভিযোগ এসে স্থানীয় রাকিব তার ছেলেকে বস্তায় ভরে মারধর করে। এসময় চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে রাকিব পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠায়। তবে অভিযুক্ত রাকিবের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

লক্ষ্মীপুরে সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. নাছির বলেন, শিশুটির চোখে মুখে মারাত্মক জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালীতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।