চুরির অভিযোগে বরিশাল মেডিকেলে যুবককে পিটিয়ে হত্যা
মোবাইল চুরির অভিযোগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নাসিরউদ্দিন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সার্জারি ওয়ার্ডে তার মৃত্যু হয়।
নাসিরউদ্দিন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আনসার উদ্দিনের ছেলে।
কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান বলেন, এক যুবককে পিটিয়ে শেবাচিম হাসপাতাল চত্বরে ফেলে রাখা হয়েছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত যুবককে উদ্ধার করে শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। যুবক নিজের নাম নাসির বলে জানায়।
নাসির পুলিশকে আরো জানায়, মোবাইল চুরির অভিযোগে তাকে হাসপাতালের ওয়ার্ডে গণধোলাই দেয়ার পর মাঠে ফেলে গেছে। হাসপাতালে ভর্তির পর সার্জারি ওয়ার্ডে নেওয়া হলে কিছুক্ষণ পর সেখানে নাসিরের মৃত্যু হয়।
এসি মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। সনাক্ত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন