চুলের চেয়েও চিকন বিশ্বের ক্ষুদ্রতম বিজ্ঞাপন
বিশ্বের ক্ষুদ্রতম বিজ্ঞাপন তৈরিতে রেকর্ড গড়েছে নেদারল্যান্ডসের একটি প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান। বিজ্ঞাপনটি দৈর্ঘ্যে-প্রস্থে এতই ছোট যে তা খালি চোখে দেখা যাবে না।
কম্পিউটার চিপ তৈরির প্রতিষ্ঠান আএসএমএল-এর তৈরি বিজ্ঞাপনটির দৈর্ঘ্য ২২.৩৭ এবং প্রস্থ ৭.৭৬ মাইক্রোমিটার।
উল্লেখ্য, মানুষের চুলের সাধারণত ৭৫ মাইক্রোমিটার চওড়া হয়।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এএসএমএল তাদের ব্র্যান্ড সম্পর্কে সচেতনতা তৈরি করতে এই বিজ্ঞাপনটি তৈরি করেছে। প্রযুক্তি বিষয়ের ছাত্রদের তাদের প্রতিষ্ঠানে চাকরিতে আকৃষ্ট করতে অভিনব বিজ্ঞাপনটি তৈরি করে তারা।
শক্তিশালী অতিবেগুনী রশ্মি দিয়ে ৩০০ মিলিমিটার সিলিকনের টুকরোর উপর মুদ্রিত বিজ্ঞাপনটিতে লেখা রয়েছে: ‘সত্যি সত্যি ছোট হতে হলে চিন্তাকে বড় করতে হবে। #সবচেয়ে বিজ্ঞাপন এএসএমএল’।
এর আগে ক্ষুদ্রতম বিজ্ঞাপনের রেকর্ড ছিল মার্কিন ফাস্ট ফুড চেইন আরবির। জুন মাসে তারা তিলের দানার ওপর ৭৩৫ মাইক্রোমিটারের একটি বিজ্ঞাপন ছাপায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন