চুয়াডাঙ্গায় আগুনে পুড়লো কোটি টাকার তুলা
চুয়াডাঙ্গায় তুলার গো-ডাউনে আগুন লেগে প্রায় ১ কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ পুলিশ লাইন্সের সামনে মেসার্স সুজন ট্রেডার্সের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে গোডাউনে থাকা সব সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।
জানা যায়, বুধবার পুলিশ লাইনের সামনে সুজন ট্রেডার্সের লেপ-তোষক তৈরির কারখানায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই অদম্য শিখায় দ্রুত ছড়াতে থাকে আগুন। সেসময় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে প্রথমে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৪৫ মিনিট ধরে তাদের চেষ্টা করার পরও আগুনের ভয়াবহতা আরও বাড়তে থাকে।
আগুনকে সামলাতে যোগ হয় আরও দুটি ইউনিট। ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট একসাথে আরও প্রায় ১ঘণ্টা কাজ করে তারা। এরপর কিছুটা নিয়ন্ত্রণে আসে আগুনের অদম্যতা।
সুজন ট্রেডার্সের মালিক আরিফুর রহমান সুজন জানান, প্রতিদিনের মতো কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। তুলার মেশিনে ঝুট দিলে লোহার সাথে ঘর্ষণের ফলে আগুনের ইষ্ফুলিঙ্গ তৈরী হয়। মুহূর্তেই তুলার গাঁদায় ছড়িয়ে পড়ে আগুন। পাশাপাশি দুইটা গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তার তুলা, সেখানে থাকা কাপড়ের ঝুট ও সবগুলো মেশিন পুড়ে গেছে। এতে এক কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেশিনে লোহার ঘর্ষণের ফলে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন