চুয়াডাঙ্গায় শিশুর মর্মান্তিক মৃত্যু
চুয়াডাঙ্গায় পানির গর্তে পড়ে গিয়ে আছিয়া খাতুন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (২৬ নভেম্বর) শনিবার দুপুরের দিকে জেলার দর্শনা থানার অন্তর্গত বেগম ইউনিয়নের যুদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আছিয়া খাতুনের মা ওই গ্রামের আরিফ বেপারীর মেয়ের কুমিল্লা চাঁদপুরে বিয়ে হলেও যদুপুরে বাবার বাড়িতেই বসবাস করতেন।
আরিফ বেপারীর নাতি আছিয়া খাতুন(২) খেলতে খেলতে প্রতিবেশী আলাউদ্দীনের বাড়ীতে যায়। সেসসময় অসাবধানতা বশতঃ টিউবওয়েলের পানির গর্তে পড়ে যায়। আছিয়ার পরিবার অনেক খোঁজাখুঁজি করতে করতে আলাউদ্দীনের ওই গর্ত থেকে ওই শিশুকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন