‘চেনা শেখ হাসিনার অদেখা গল্প ওঠে এসেছে’
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়, এই ডকুমেন্টারিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাস্তব জীবনের গল্প ওঠে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবাই যেভাবে চেনেন সেভাবে নয়, এই সিনেমায় বঙ্গবন্ধু কন্যার অদেখা-অন্য জীবনের গল্প উঠে এসেছে। গল্পের মাধ্যমে ষোল কোটি মানুষের বুবু কীভাবে বিশিষ্ট রাজনীতিবিদ হয়ে ওঠেছেন সেই গল্প ওঠে আসবে।’
৭০ মিনিটের ডকুমেন্টারি ‘শেখ হাসিনা-এ ডটারস টেল’ নিয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে কথাগুলো বলেন ওই প্রামাণ্য চিত্রের পরিচালক বিজ্ঞাপন নির্মাতা ও অ্যাপল বক্স ফিল্মসের পিপলু খান। পরে গণমাধ্যমকর্মীদের সামনে এর ট্রেইলার উপস্থাপন করা হয়।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন জানায়, আগামী ১৫ নভেম্বর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে প্রামাণ্যচিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। ১৬ নভেম্বর চারটি সিনেমা হলে একযোগে তা প্রদর্শিত হবে।
পিপলু খান বলেন, ‘এই ছবিটা এই জন্য বানানো হয় নাই, টু গ্লোরিফাই শেখ হাসিনা, শেখ হাসিনার প্রসপেক্ট, শেখ হাসিনার দর্শন- নো । এই ছবিটা এই জন্য বানানো হয়েছে যে, একজন ইনডিপেন্ডেন্ট সিটিজেন হিসেবে আমি আমার দেশের ইতিহাসের একটা বড় সময়কে আমি ধরতে চেয়েছি, ৭০ মিনিটের একটা ডকুড্রামার মাধ্যমে। সেটা খুবই সংবেদনশীল, বলার ধরনের মধ্যে। আমার ধারণা এটা দেখার জন্য আপনার শেখ হাসিনার পলিটিক্স ফলো করতে হবে না। আপনার একজন সাধারণ দর্শক হতে হবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন