চেলসিকে বিদায় জানিয়ে ম্যানইউয়ে গেলেন মাতিক

তিন বছরের চুক্তিতে চেলসির ডিভেন্সিভ মিডফিল্ডার নেমানজা মাতিককে দলে ভেড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড। তবে শর্ত সাপেক্ষে আরো এক বছরের মেয়াদ বাড়তে পারে বলে নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে ম্যানইউ।

বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, মাতিককে দলে নিতে ম্যানইউর খরচ হয়েছে ৪০ মিলিয়ন ইউরো। তবে এ তথ্য নিশ্চিত করেনি কোনো পক্ষই। এছাড়া, শক্তিশালী দল গড়তে বদলের এই মৌসুমে বেলজিয়ামের ফরোয়ার্ড রোমেলু লুকাকু ও সুইডেনের ডিফেন্ডার ভিক্তর লিন্দেলোফকে দলে নিয়েছে ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটি।

প্রসঙ্গত, ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির হয়ে দুই ধাপে ১২৩টি ম্যাচ খেলেছেন মাতিক। যেখানে চারটি গোল রয়েছে এ সার্বিয়ানের।