চোখের চিকিৎসায় ভারতের পথে সিদ্দিকুর
চোখের উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে যাচ্ছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান।
বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ভারতে যাওয়ার জন্য রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
সিদ্দিকুরের সঙ্গে থাকা তার বড় ভাই নায়েব আলী জানান, বেলা একটায় তাদের ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। এজন্য আগে-ভাগেই তারা বিমানবন্দরে এসে প্রস্তুতি সম্পন্ন করেছেন।
তিনি দেশবাসীর কাছে ছোট ভাই সিদ্দিকুরের জন্য দোয়া চেয়েছেন।
চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে সিদ্দিকুর রহমানে চিকিৎসার ব্যবস্থা করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে গত ২০ জুলাই রাজধানীর শাহবাগে ঢাবি অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জ করে পুলিশ। একপর্যায়ে কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয় শিক্ষার্থীদের ওপর। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলের আঘাতে সিদ্দিকুর রহমানের দুই চোখ আহত হয়।
ঘটনার দিনই সিদ্দিকুরকে ভর্তি করা হয় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে।
চিকিৎসকরা জানিয়েছেন, সিদ্দিকুর ডান চোখে আলো দেখছেন না। বাঁ চোখের এক দিক থেকে কিছুটা আলো উপলব্ধি করতে পারছেন। এমনকি তার চোখে আলো ফেরার সম্ভাবনাও কম বলে মন্তব্য করছেন চিকিৎসকরা।
এ পরিস্থিতিতে সিদ্দিকুরের চোখের চিকিৎসার দায়িত্ব নেয় সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সিদ্দিকুরকে চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে হাপাতালে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন