চোখের জলে ফায়ারম্যান সোহেল রানার বিদায়
চোখের জলে ফায়ারম্যান সোহেল রানাকে বিদায় জানালো সহকর্মীরা।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১১টায় ফায়ার সার্ভিসের সদর দফতরে তার জানাজা সম্পন্ন হয়। এরপর মরদেহবাহী গাড়ি রওনা হয় গ্রামের বাড়ি কিশোরগঞ্জের উদ্দেশে।
বনানীর আগুনে আটকে পড়াদের উদ্ধার করতে গিয়ে প্রাণ হারান ফায়ারম্যান সোহেল রানা। সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরে তার মরদেহ নিয়ে আসা হলে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙ্গে পড়েন সোহেল রানার ভাই। সহকর্মীদের চোখের কোনেও জমে জল। পরে বিউগলের সুরে পতাকায় মোড়ানো কফিনে শ্রদ্ধা জানান ফায়ার সার্ভিসের চৌকস দল।
গত ৫ এপ্রিল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত রাত পৌনে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাঁর মরদেহ। তাঁর জানাজায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ ফায়ার সার্ভিস সদর দপ্তরের পরিচালক ও কর্মকর্তা কর্মচারীরা। জানাজা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী নিহত সোহেল রানার পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন